Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

অবস্থানঃফুলগাজী উপজেলার ভূমি অফিস উপজেলা পরিষদ ভবনের ৩য় তলায় উত্তর পাশের ইউনিটে অবস্থিত । এই অফিস ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক এর অধীন পরিচালিত । মোট মৌজার সংখ্যা ---- টি। মোট কৃষি জমির পরিমাণ --- একর । এ উপজেলায় মোট ০২ টি আশ্রয়ন প্রকল্প রয়েছে এগুলো হলো ……

আওতাধীন অফিসঃসাধারণত প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। আবার একাধিক ইউনিয়ন মিলেও একটি ভূমি অফিস রয়েছে। এই অফিসের অধীন মোট ৪ টি ইউনিয়ন ভূমি অফিস আছে । ইউনিয়ন ভূমি অফিসসমূহ হলো ফুলগাজী বাজার, নতুন মুন্সিরহাট, আনন্দপুর, জিএম হাট, এবং আমজাদহাট ।

দপ্তর প্রধানের পদবীঃসহকারী কমিশনার (ভূমি)  সহকারী কমিশনার ভূমি এর অধীনে একজন কানুনগো, একজন সার্ভেয়ার, অফিস সহকারী, সমন জারীকারক, চেইনম্যান ও এমএলএসএসগণ দায়িত্ব পালন করেন ও সার্বিকভাবে তাঁকে সহযোগিতা করেন।